Know for sharing | Bangladeshi first mobile based tech forum and community

Sunday, 28 July 2019

বাজারের সেরা 5 টি ফোন কেনার সুযোগ দিতে ফ্লিপকার্ট আনলো রবিবারের মহা সেল


ই-কমার্স ফ্লিপকার্ট, Super Flash Sale Sunday আয়োজন করলো। নাম শুনেই বোঝা যাচ্ছে এই সেল রবিবারের (28 জুলাই) মহা ফ্ল্যাশ সেল হতে যাচ্ছে। ফ্লিপকার্টের এই ধামাকা সেলে এই মুহূর্তে বাজার গরম করে রাখা 5 টি ফোন ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে। এই পাঁচটি ফোন হলো- Redmi K20 Pro, Redmi K20, Realme X, Realme 3i এবং Redmi 7A ।
এই সময়ে যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন তারা দেরি না করে আপনার পছন্দসই যেকোনো একটি ফোন কিনে নিতে পারেন। কারণ এই সেলে ফোনগুলোর উপর স্পেশাল অফার দেওয়া হচ্ছে। এছাড়াও পাবেন ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার। তো আসুন জেনে নেই এই ফোনগুলো আপনাকে কি কি ফিচার অফার করছে।
Redmi K20:
Redmi K20 Pro এর মতো এতেও ডুয়াল সিম সাপোর্টের সাথে অ্যান্ড্রয়েড 9 পাই ভিত্তিক MIUI 10 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এই ফোনে 6.39 ইঞ্চি এমোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। যার আসপেক্ট রেশিও 19.5:9 এবং স্ক্রিন রেজল্যুশন 1080 x 2340 পিক্সেল। এছাড়াও এতে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কোয়ালকমের স্ন্যাপড্রাগন 730 প্রসেসর, 6 জিবি পর্যন্ত র‌্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ আছে।
Redmi K20 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেল IMX586 সেন্সির, সেকেন্ডারি ক্যামেরা আলট্রা ওয়াইড সেন্সরের সাথে 13 মেগাপিক্সেল। এছাড়াও 8  মেগাপিক্সেল টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে।সামনের ক্যামেরার কথা বললে এই ফোনে 20 মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেট মোড় ফটো নেওয়ার জন্য AI এর সাহায্য নেওয়া হয়েছে । এছাড়াও ফোনে 18W ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ 4,000mAh ব্যাটারি আছে।
Redmi K20 Pro :
এই ফোনে ডুয়াল সিম সাপোর্টের সাথে অ্যান্ড্রয়েড 9 পাই ভিত্তিক MIUI 10 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। Redmi K20 Pro ফোনে 6.39 ইঞ্চি এমোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। যার আসপেক্ট রেশিও 19.5:9 এবং স্ক্রিন রেজল্যুশন 1080 x 2340 পিক্সেল। এছাড়াও এতে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কোয়ালকমের স্ন্যাপড্রাগন 855 প্রসেসর, 8 জিবি পর্যন্ত র‌্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ আছে। আবার গ্রাফিক্সের জন্য এড্রেনো 640 ও পাওয়া যাবে।
ক্যামেরার কথা বললে Redmi K20 Pro ফোনে তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেল IMX586 সেন্সির, সেকেন্ডারি ক্যামেরা আলট্রা ওয়াইড সেন্সরের সাথে 13 মেগাপিক্সেল। এছাড়াও 8  মেগাপিক্সেল টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করেছে এই ফোন লো লাইট ফোটোগ্রাফি ও 960fps এ স্লো মোশন ভিডিও রেকর্ড করা যাবে। সামনের ক্যামেরার কথা বললে এই ফোনে 20 মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেট মোড় ফটো নেওয়ার জন্য AI এর সাহায্য নেওয়া হয়েছে ।
Redmi K20 Pro ফোনে 27W ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ 4,000mAh ব্যাটারি আছে। চারজিংএর জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও 3.5 এমএম হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ প্রভৃতি আছে।
Realme X :
Realme X এর ফিচারের কথা বললে এতে 6.53 ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, এর স্ক্রিন টু বডি রেশিও 91.2 শতাংশ। রিয়েলমি এক্স ফোনে আপনি পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 710, 4/8 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ।
এই ফোনের পারফরমেন্স বুস্ট করার জন্য Hyper Boost 2.0 দেওয়া হয়েছে। এরফলে এই ফোনে গেম খেলার সময় সমস্যা হবেনা। সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য এই ফোনে ডলবি অ্যাটমস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রিয়েলমি এক্স ফোনের সামনে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাথে 16 মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরায় Sony IMX471 সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও ফোনের সামনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
আবার এই ফোনের পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। যার প্রাইমারি রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা 5 মেগাপিক্সেল। রিয়ার ক্যামেরার ছবি ভালো করার জন্য Nightscape 2.0 মোডও দেওয়া হয়েছে। এছাড়াও ফোনের সাথে VOOC 3.0 ফাস্ট চার্জিং সহ 3765mAh ব্যাটারি আছে।
Realme 3i :
Realme 3i এর ফিচারের কথা বললে এতে 6.22 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের সামনে নচ ডিসপ্লে আছে, আবার পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি শক্তিশালী মিডিয়াটেক হেলিও P60 প্রসেসর, 3/4 জিবি র‌্যাম ও 32/64 জিবি স্টোরেজের সাথে এসেছে।
ক্যামেরার কথা বললে এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি সেন্সর 13 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি সেন্সর 2 মেগাপিক্সেল। আবার সেলফির জন্য 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনে শক্তিশালী 4,230 এমএএইচ ব্যাটারি আছে। রিয়েলমি থ্রি আই অ্যান্ড্রয়েড 9 পাই ভিত্তিক Color OS 6 ইন্টারফেসে চলবে।
Redmi 7A :
ডিসপ্লে: ফোনটিতে আছে 5.45 ইঞ্চির 18:9 আসপেক্ট রেশিয়র আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লেটি এইচডি + (720×1440 পিক্সেল) হবে।
প্রসেসর: এই ফোনটিতে আছে 1.95GHZ ক্লক স্পিডের কোয়ালকম স্নাপড্রাগনের 439 অক্টা কোর চিপসেট।
র‍্যাম ও স্টোরেজ: ফোনটি দুটি মডেলে এসেছে, 2 জিবি র‍্যাম + 16জিবি স্টোরেজ, 2জিবি র‍্যাম+ 32 জিবি স্টোরেজ।
ক্যামেরা: ফোনের পিছনে থাকবে 13 মেগাপিক্সেলের একটিমাত্র ক্যামেরা সেন্সর, সাথে থাকবে এলইডি ফ্লাশ। ক্যমেরাতে এআই ফিচার, পিডিএএফ ফাস্ট ফোকাস, এআই বিউটি, এআই ব্যাকগ্রাউন্ড ব্লার এর মতো গুরুত্বপূর্ণ ফিচার থাকছে। ফ্রন্ট ক্যামেরায় আছে 5 মেগাপিক্সেলের সেলফি সেন্সর।
ব্যাটারি: এই ফোনে আছে 4000mah এর ব্যাটারি, যা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টেম: এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই এর সাহায্যে তৈরি করা মিইইউআই 10 অপারেটিং সিস্টেম আছে ।

No comments: