Know for sharing | Bangladeshi first mobile based tech forum and community

Tuesday, 27 November 2018

স্মিথের নিষেধাজ্ঞা না-ওঠার সুবিধা পাচ্ছে কুমিল্লা


স্মিথের নিষেধাজ্ঞা না-ওঠার সুবিধা পাচ্ছে কুমিল্লা

স্মিথের খেলা নিশ্চিত করেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ‘হ্যাঁ, সে এবার আমাদের দলে খেলবে। আমরা তাকে প্রথম চারটি ম্যাচে পাব না। আশা করি বাকিটা সময় পাওয়া যাবে।’
স্মিথের অন্য ব্যস্ততার কারণে প্রথম চার ম্যাচে তাঁকে পাবে না কুমিল্লা। তবে বিপিএলের ২০১৫ সালের চ্যাম্পিয়নরা এই ভেবে খুশি থাকতে পারে, ভাগ্যিস স্মিথের নিষেধাজ্ঞা আগেই উঠে যায়নি। কদিন আগে শোনা গিয়েছিল, স্মিথ-ওয়ার্নারকে দ্রুত জাতীয় দলে ফেরাতে নিষেধাজ্ঞার মেয়াদ কমাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই নিষেধাজ্ঞা উঠে গেলে, কে জানে, ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার চলমান সিরিজেই হয়তো ব্যস্ত হয়ে পড়তেন। অন্তত বিগ ব্যাশে তো খেলতেই পারতেন। নিষেধাজ্ঞা না ওঠায় বিগ ব্যাশেও খেলা হবে না স্মিথ-ওয়ার্নারের। ডেভিড ওয়ার্নারকে আগেই দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স।স্মিথ-ওয়ার্নার দুজনই খেলতে আসছেন বিপিএল। ছবি: প্রথম আলোস্মিথ-ওয়ার্নার দুজনই খেলতে আসছেন বিপিএল। ছবি: প্রথম আলোগত বিপিএলের ফাইনালে সেঞ্চুরি করা ক্রিস গেইলকে অনেক আগ থেকেই চুক্তি করে রেখেছে রংপুর রাইডার্স। রংপুর এবার দলে ভিড়িয়েছে আরেক বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকেও। প্রোটিয়া ব্যাটসম্যানকে কেবল শুরুর দিকের কিছু ম্যাচে পাচ্ছে রংপুর। রংপুরের হয়ে এবার খেলতে আসছেন ইংলিশ মারকুটে ব্যাটসম্যান অ্যালেক্স হেলসও।
বিপিএলে বড় তারকা আছে আরও অনেকেই। ঢাকা ধরে রেখেছে কাইরন পোলার্ড ও সুনীল নারাইনকে। তারকাসমৃদ্ধ বিপিএলের নতুন সংযোজন স্মিথ। স্মিথ ঠিক কত টাকায় কুমিল্লায় নাম লিখিয়েছেন, এখনো জানা যায়নি। তবে তাঁর জাতীয় দলের সতীর্থ ওয়ার্নারের পারিশ্রমিক যদি ৩ কোটি টাকা ছুঁইছুঁই হয়, স্মিথেরও সেটির চেয়েও কম হওয়ার কথা নয়।
৫ জানুয়ারি শুরু হওয়ার কথা বিপিএলের ষষ্ঠ পর্ব। কুমিল্লার প্রথম ম্যাচ ৬ জানুয়ারি।

No comments: